পেটের ক্ষুধা বড়ো ক্ষুধা
জানে সর্বজনে,
ক্ষুধার কাছে দ্বন্দ্ব দিধা
নিমিষেই হার মানে।
ক্ষুধা পেটে পায়ে হেটে
ভিক্ষুক ভিক্ষা করে,
ধনীরা সব ভরা পেটে
আড্ডা মারে ঘরে।
মধ্যবিত্তের সংসার চলে
মোটামুটি ভালো,
নিম্নবিত্তের ঋণ কবলে
দূর হয়না দুখ কালো।
ক্ষুধা পেটে পথের শিশু
ঝরায় অশ্রুজল,
ডাস্টবিন থেকে পেলে কিছু
মনে খুশির ঢল।
পেটের ক্ষুধার ফাঁদে পড়ে
কারো পেশা চুরি,
কারো পেশা রাত আধারে
ছিনতাই বাহাদুরি।
পেটের জন্য যুদ্ধ করেই
ক্ষুধা ঘুচার লড়াই,
পেটের ক্ষুধা ঘুচলে পরেই
দেহ মনের বড়াই।
ধনীরা যদি করতো দান
সঠিক নিয়মমতো,
পেটের ক্ষুধা হতো ম্লান
দূর হতো সব ক্ষত।
ক্ষুধা পেটে বসে না মন
কোনো কর্ম কাজে,
ক্ষুধাই ভালোমন্দের কারণ
এই দুনিয়ার মাঝে।