বাবা তুমি চলে গেলে
আমায় একা ফেলে।
কেমন করে থাকবো আমি
থাকবো তোমায় ভুলে।
তুমি ছিলে আমার গুরু
আমার মাথার ঠাই।
তোমার মতন এত আপন
এই দুনিয়ায় নাই।
তুমি ছিলে সুখের শুরু
দুখের পরিত্রাণ।
তোমার জন্য হৃদয় কাঁদে
কাঁদে মনোপ্রাণ।
তুমি ছিলে মহান শাসক
ছিলে শিক্ষার দ্বার।
তোমার হাতের আদর স্নেহ
কোথায় পাবো আর।
দুহাত তুলে দোয়া করি
মহান স্রষ্টার তরে।
তুমি যেন ভালো থেকো
অন্ধকার কবরে।