গত বছর আজকের দিনে
সোনা মাকে পাওয়া,
সোনা মায়ের আগমনে
মহাখুশির হাওয়া।
ছোট্ট মায়ের প্রথম কান্না
শুনেই নড়ল টনক,
ডাক্তার এসে বলল হেসে
এক রাজকন্যার জনক।
তারপর দেখলাম নিজের চোখে
সোনা মায়ের মুখটা,
প্রথম এক সীমাহীন সুখে
ভরে উঠল বুকটা।
সোনা মাকে পেয়ে হলো
সোনার সংসার পূর্ণ,
এ জীবন পেল নতুন রঙ
নতুন সোনার বর্ণ।
দেখতে দেখতে বাড়ছে যে দিন
বাড়ছে সোনা মা টা,
বলতে শিখছে অনেক কিছু
দিচ্ছে তালি, টা টা।
খেলতে শিখছে একা একা
খেতে শিখছে হাতে,
করতে শিখছে নানান বায়না
সকাল, সন্ধ্যা, রাতে।
মান-অভিমান দুষ্টুমিতেও
সোনা মা টা সেরা,
হাসিমাখা মুখখানা তার
স্নেহ-মায়ায় ঘেরা।
সোনা মায়ের বিশেষ দিনে
একটাই চাওয়া মনে,
সোনা মা টা জীবন গড়ুক
ভালো সকল গুণে।