কিছু কিছু স্বপ্ন থাকে
সত্যি হবার নয়।
তবু তো মন স্বপ্ন দেখতে
করে না তো ভয়।
কিছু কিছু ইচ্ছে থাকে
পূর্ণ হবার নয়।
তবু তো মন ইচ্ছেগুলোর
করে না তো ক্ষয়।
কিছু কিছু জিনিস থাকে
আপন হবার নয়।
তবু তো মন সেই জিনিসের
পিছে পড়ে রয়।
কিছু কিছু কথা থাকে
মুখে বলার নয়।
তবু তো মন সেই কথাকেই
সঙ্গী করে লয়।
কিছু কিছু ব্যথা থাকে
প্রকাশ করার নয়।
তবু তো মন সেই ব্যথাকেই
সারাজীবন সয়।
কিছু কিছু গল্প থাকে
ভুলে যেতে হয়।
তবু তো মন সেই গল্পটাই
বারেবারে কয়।
কিছু কিছু নেশা থাকে
ছেড়ে দিতে হয়।
তবু তো মন সেই নেশাতেই
বিভোর হয়ে রয়।