ইচ্ছে, আশা কিংবা চাওয়া
যাহাই শুভ্রতা ছড়াই,
প্রকৃতার্থে সবার তরে
বিনিদ্র স্বপ্ন তারাই।
অনেকগুলো ইচ্ছে মিলে
স্বপ্ন মেলে ডানা,
ইচ্ছের সীমা স্বল্প হলে
স্বপ্ন দেখা মানা।
স্বপ্ন দেখা সহজ হলেও
বাস্তবায়ন সহজ নয়,
স্বপ্নের ছোঁয়া পেতে হলে
ধৈর্য ধারণ করতে হয়।
সাধ্য ভেদে স্বপ্নগুলো
ভিন্ন-ভিন্ন রূপের হয়,
ভাগ্য কিংবা কর্ম গুণে
কিছু স্বপ্নের আসে জয়।
স্বপ্ন ভঙ্গ হলে পরে
ইচ্ছেরা যায় মরে,
স্বপ্নহারা মানুষগুলো
বৃথা প্রলাপ করে।
ভালোমন্দ স্বপ্নের ভীড়ে
আলসেমি আসে চোখে,
ঘুম মাঝারে স্বপ্নে উড়ে
জীবনটা কাটে শোকে।