ভালোবাসা হয় নানান রূপী ,
ভালোবাসা হয় নানান মুখী।
তবে আমার কাছে,
ভালোবাসা মূলত দুই ধরনের।
একটি হলো সাধারণ ভালোবাসা
আর অন্যটি প্রকৃত ভালোবাসা।
মানুষের প্রতি মানুষের ভালোবাসা,
পশুপাখিদের প্রতি মানুষের ভালোবাসা,
কাজের প্রতি মানুষের ভালোবাসা,
এইরকম আরো অসংখ্য ভালোবাসা আছে,
যেগুলো মূলত সাধারণ ভালোবাসা।
আর আমরা যখন ভাত খাই,
তখন প্লেট থেকে দু'একটি ভাত নিচে পড়লে,
সেটি যত্ন করে তুলে, মুখে নিয়ে,
তৃপ্তির সাথে খেতে পারাটাই মূলত প্রকৃত ভালোবাসা।
তারপর যখন আমাদের দাঁত ব্রাশ করার
টুথপেষ্ট শেষ হয়ে যাই,
তখন নতুন টুথপেষ্ট কেনার পরেও,
দিনের পর দিন, পুরোনো টুথপেষ্টের প্যাকেটটি,
কখনো টিপে টিপে, কখনো'বা কেটে কেটে
সম্পূর্ণ পেষ্ট শেষ করাটাই মূলত প্রকৃত ভালোবাসা।
আবার সার্জিক্যাল মাস্ক পরা অবস্থায়,
মাঝেমাঝেই হাঁচি-কাশি দেবার পরেও,
একই মাস্ক, দিনের পর দিন,
ব্যবহার করাটাই মূলত প্রকৃত ভালোবাসা।