সর্বনাশা করোনা আইসা,
কত মানুষের যে জীবনডা গেছে ভাইসা।
স্কুল-কলেজগুলাও মেলা দিন ধইরা বন্ধ রইছে,
পোলাপানগুলাও ধীরেধীরে নষ্ট হইয়া যাইতাছে।
কত মানুষ যে বেকার,
চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার।
কত মানুষের যে ঘরে খাওন নাই,
কত মানুষ যে ধারদেনা কইরা জীবনডা চালায়,
এইগুলার খবর নেওয়ার মতন সময়ও কারোর নাই।
আর দেশের সরকার,
সে তো বুঝে শুধু নিজেগো দরকার।
কত যে আশা দেয়,
কত যে সাহায্য দেয়।
কিন্তু কখনো কি খোঁজখবর নেয়?
জনগণের ঘরে খাওনদাওন পৌঁছায় কি না পৌঁছায়।
আসলে রক্ষকই যখন ভক্ষক হইয়া যায়,
তখন কি আর কাউরে আটকাইয়া রাখন যায়?
যাগো জোর বেশি, ক্ষমতা বেশি, তারাই বেশী খায়।
আর যাগো জোর নাই, ক্ষমতা নাই,
তারা অত্যাচারিত হয়, কষ্ট পায়,
আর মনে মনে বিরহের গান গায়।
কত পানি দুই নয়নে...
কত দুঃখ এই জীবনে...।