এক লাইনের কথা সে
দুই লাইনে বোঝে,
আসল জিনিস ফেলে সে
নকল জিনিস খোঁজে।
এ কেমন মন রে আমার
এ যে কেমন মন,
নতুন নতুন বায়নাতে
জ্বালায় সারাক্ষণ।
চোখরে কয় দেখরে দেখ
লাজ ভুলে দেখ তুই,
হাতরে কয় যা রে যা
একটু দে রে ছুঁই।
এ কেমন মন রে আমার
এ যে কেমন মন,
বেহায়া ছলনাতে
ভোলায় সারাক্ষণ।
কানরে কয় চলরে শুনি
প্রেম পিরিতির গান,
মুখরে কয় যা খুশি খা
যা খুশি কর পান।
এ কেমন মন রে আমার
এ যে কেমন মন,
নেশা আর আলসেমিতে
ডোবায় সারাক্ষণ।
এ কেমন মন রে আমার
এ যে কেমন মন,
অযথাই বারেবারে
খোঁচায় সারাক্ষণ।