অসীম বরকতময় রাত,
পবিত্র "শবে বরাত"।
ফারসিতে "শবে বরাত",
আরবিতে "লাইলাতুল বারাআত"।
আরবি মাস "শা'বান" এর ১৫তম রাত,
মধ্য শা'বানের রাত "শবে বরাত"।
সৌভাগ্য রজনী বা পূণ্যময় রাত,
নিষ্কৃতির যামিনী বা মুক্তির রাত "শবে বরাত"।
নিকটতম আসমানে,
স্রষ্টার আগমনের রাত "শবে বরাত"।
স্রষ্টার রহমত বর্ষণের রাত,
ক্ষমা ও আশীর্বাদ প্রাপ্তির রাত "শবে বরাত"।
তাওবার রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত,
স্রষ্টার নিকট প্রার্থনা ও ইবাদতের রাত "শবে বরাত"।
মঙ্গলময় রাত, পরিশুদ্ধির রাত, ভাগ্য পরিবর্তনের রাত,
অত্যন্ত মহিমান্বিত রাত পবিত্র "শবে বরাত"।