আমরা মানুষ নিষ্পাপ তখন
যখন মায়ের কোলে,
বড়ো হয়ে ঢলে পড়ি
পাপীতাপীর দলে।
আমরা সবাই করি ভুল
জেনে না জেনে,
ভুলের ফাঁদে পড়ে হই
পাপী গোপনে।
রাখি না কেউ পাপের হিসাব
থাকি পাপে অন্ধ,
পাপের কথা গোপন রাখতে
করি মিছে দ্বন্দ্ব।
গোপন পাপের ইচ্ছেগুলো
বেশি বেশি জাগে,
পুণ্য লাভের পন্থাগুলো
অস্বস্তিকর লাগে।
সকল নেশার বড়ো নেশা
গোপন পাপের নেশা,
যে নেশাতে পড়লে ধরা
হারায় সকল দিশা।
যে জন পারে বিনাশ করতে
নেশা গোপন পাপের,
সে জন হয় রে এই জগতে
মানুষ বড়ো মাপের।