বহুকাল যাবত রেখেছি ধরে
ছন্দমালার হাত,
বুনেছি অন্তরে যতন করে
কাব্যকলার জাত।
স্বপ্ন দেখতে করিনি ত্রুটি
ছাড়িনি আজও হাল,
ধৈর্য ধরে গড়েছি খুঁটি
তেড়েছি ধূম্রজাল।
যৌথ গ্রন্থে প্রথম প্রকাশ
খান পাঁচেক পদ্য,
মনেতে তৃপ্তি এক আকাশ
দমাবে কার সাধ্য।
হঠাৎ আজ করলাম আঁচ
আমার কবিক্রম পাঁচ,
কবিতা সংখ্যাও পাঁচ!
যা মন খুশিতে নাচ!
যৌথ কাব্যগ্রন্থ - রঙিন কাব্য
সম্পাদনায় - আফফান শরীফ
প্রকাশনায় - দ্বিপ্রান্তিক প্রকাশনী
সকলের দোয়া প্রার্থী।