একটি দুটি তিনটি করে, লিখেছি হাজারো ছন্দ,
কখনো লিখেছি ভালো, কখনো কিছুটা মন্দ।
ছন্দে ছন্দে কাঁপছে হৃদয় সদা অবিরাম,
ছন্দে ছন্দে শ্রমের দামে ঝরছে শত ঘাম।
ছন্দ হয় কাল্পনিক, কখনো যে হয় অন্ধ,
ছন্দ ছড়ায় সুবাস, কখনো'বা দুর্গন্ধ।
ছন্দ কখনো উক্তি হয়, কখনো কবিতা-গান,
ছন্দ কখনো ক্রুদ্ধ করে, কখনো জুড়ায় প্রাণ।
ছন্দ কখনো করতে পারে মূর্খের মুখ বন্ধ,
শিক্ষার আলো ছড়িয়ে দিতেও ছন্দের নেই অন্ত।
ছন্দ ছাড়া বিশ্বজগৎ যেন জড়োসড়ো,
ছন্দের তালে অগ্রগামী মানবজাতি বড়ো।
ছন্দে থাকে বেদনার গল্প, থাকে সুখের আনন্দ,
ছন্দই করে প্রতিবাদের সুরে ছন্দের সাথেই দ্বন্দ্ব।