চক্ষু মাঝে আজ
ঘোর মরীচিকার জোয়ার।
মন গহীনে লাজ
অভিমানী কালো পাহাড়।
ভাগ্যের নব সাজ
মুক্ত প্রতিকূলতার দুয়ার।
স্তব্ধ ভীরু সমাজ
নিম্নগামী সভ্যতার ঘাড়।
তাই
ইচ্ছে হয়না আর
খুলতে মনের দ্বার।
ইচ্ছে হয়না আর
মুক্ত হস্তে কলমখানি ধরতে।
মনের মাধুরি মিশিয়ে
শুন্য পাতায় চিত্রাঙ্কন করতে।
ইচ্ছে হয়না আর
ভাগ্যের প্রতিকূল হয়ে লড়তে।
সমগ্র বাধা উপেক্ষা করে
নিজেকে শুদ্ধ রূপে গড়তে।
তবে
ইচ্ছেগুলো থাকছে মন গহীনে জমে।
আবার
বয়সও যে বাড়ছে প্রকৃতির নিয়মে।
তাই
জীবনের এই ধারাবাহিক ক্রমে
হয়তো
আবেগের ঘনত্বও যাচ্ছে কমে।
আর
ইচ্ছেরাও যাচ্ছে থেমে।
তাই
ইচ্ছে হয়না আর
আবেগের সেই আবদারগুলো রাখতে।
ছন্দের ছলে
কাব্যের কৌশলে
মনের অব্যক্ত কথাগুলো লিখতে।
ইচ্ছে হয়না আর
আবেগ মিশ্রিত নকশাগুলো
হৃদ গহীনে আঁকতে।
আত্ম কল্পিত স্বপ্নগুলো
আঁকড়ে বেঁচে থাকতে।
ইচ্ছে হয়না আর
মনকে নিয়ে খেলতে।
ঘুমের ঘোরে
স্বপ্নমাঝে ডানা মেলতে।
ইচ্ছে হয়না আর
স্বপ্নকন্যার হাত ধরে চলতে।
কানেকানে চুপিসারে
নির্ভয়ে কিছু কথা বলতে।
কারণ
ইচ্ছেও জানে আমিও জানি
ইচ্ছের আর আমার দূরত্ব কতখানি।
ইচ্ছের আছে দুটো ডানা
ইচ্ছেরতো নেই কোনোই সীমানা।
তবে আমিতো সীমাবদ্ধ একজনা
আমার যে উড়তে মানা।
অবশ্য
ইচ্ছেও জানে আমিও জানি
কোথায় মোদের শেষ ঠিকানা।
তাই
ইচ্ছে হয়না আর
একই স্বপ্ন দেখতে বারংবার।