যে কোনো সম্পর্কের শুরুটা হয়,
ফুলের মতোই সুন্দর।
কিন্তু, দিনের পর দিন
অযত্ন ও অবহেলার ফলে,
ফুলের মতো সম্পর্কগুলোও
একসময় ঝরে পড়ে।
সত্যিই, আজকালকার সম্পর্কগুলো,
কেমন যেনো ঠুনকো হয়ে গেছে।
তুচ্ছ তুচ্ছ ঘটনায়,
শুরু হয় ভেদাভেদ।
ভেদাভেদের তাড়নায়,
একসময় হয় বিচ্ছেদ।
কখনো আবেগের ছলনায়,
কখনো রাগের প্ররোচনায়।
কখনো সুখী হবার আশায়,
কখনো বিলাসিতার নেশায়।
কখনো’বা লুকানো মায়ায়,
কত যে সম্পর্ক ভেঙে যায়,
শুধু জমে রয় স্মৃতির পাতায়।
সম্পর্ক মানে সংযোগ,
সম্পর্ক মানে সম্বন্ধ,
সম্পর্ক মানে বন্ধন।
সম্পর্ক বিভিন্ন প্রকারের হয়।
যেমনঃ
রক্তের সম্পর্ক,
আত্মীয়তার সম্পর্ক,
বন্ধুত্বের সম্পর্ক,
ভালোবাসার সম্পর্ক,
পেশাগত সম্পর্ক,
সৌজন্যতার সম্পর্ক,
ধর্মগত সম্পর্ক,
জাতিগত সম্পর্ক।
কিন্তু, দুঃখজনক হলেও সত্য যে,
ধীরেধীরে, সম্পর্কগুলোর প্রতি
আমাদের শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে।
সম্পর্কগুলো হারাচ্ছে বিশেষত্ব।
আর, আমরা হারাচ্ছি
আস্থা, ভালোবাসা, বিশ্বাস।
ঘর, সংসার, সম্মান।
আজকাল, বেশীরভাগ সম্পর্কগুলো,
নির্দিষ্ট একটা গন্ডির মধ্যেই আবদ্ধ থাকে।
বিপদ-আপদে সবাই নিজেদের আড়াল রাখে,
আবার, প্রয়োজনে আয়োজনে কাছে ডাকে।
সম্পর্কগুলো যে হয়ে গেছে স্বার্থমুখী,
স্বার্থ বিনা হতে চায় অনা কেউ মুখোমুখি।
আধুনিকতার খাতিরে,
সম্পর্কগুলো হয়ে গেছে যান্ত্রিক।
অনুভুতি প্রকাশের ভাষাগুলোও,
হয়ে গেছে নিয়মতান্ত্রিক।
প্রযুক্তির কল্যাণে
সামাজিক মাধ্যমে,
মাঝেমধ্যে হয়
বার্তার বিনিময়
আর স্থির চিত্রের দেখাদেখি।
এভাবেই চলতে থাকে,
লোকদেখানো সম্পর্কের উঁকিঝুঁকি,
সঙ্গ দেয় না কেউ দুখে,
নানান অজুহাতে দিয়ে যায় ফাঁকি।
সম্পর্ক থাকে শুধুই নামে,
আর তা বাড়ে বা কমে দামে।
দামের সম্পর্কগুলো সবসময়ই প্রাণহীন হয়,
যেটা আমরা বুঝেও করি না বোঝার অভিনয়।
আমরা সহজে উপলব্ধি করতে পারি না যে,
সম্পর্কের অবনতি মানেই তো পরাজয়।
আর সম্পর্ক অটুট ও সুন্দর রাখতে পারাটাই যে,
মানবজীবনের সবচেয়ে বৃহত্তম জয়।