বিষয়বস্তু বাস্তবতা
ছন্দে ছন্দে দুলবে মাথা,
শুরুর দিকে জটিলতা
শেষের দিকে রশিকতা।
হঠাৎ কইরাই হইলাম র্যাপার
কি যে আজব ব্যাপারস্যাপার,
তালে তালে কমু এবার
মনের যত দুঃখ সবার।
দুইদিনের এই দুনিয়াতে
জীবনযুদ্ধ দিনেরাতে,
কারো বসত ঘরবাড়িতে
কারো বসত ফুটপাতেতে।
চাকরিজীবী চাকরি করে
ব্যবসায়ীরা ব্যাবসা করে,
ভিক্ষুকেরা ভিক্ষা করে
ধান্দাবাজে ধান্দা করে।
অলিগলি রাস্তাঘাটে
কিংবা দোকান বাজার হাটে,
কত যে হয় বেচাকেনা
কত যে হয় লেনাদেনা।
সবই তো ভাই টাকার খেলা
টাকা নিয়াই যত জ্বালা,
কাজেকর্মে হইলে ভালা
টাকা আসে মেলা মেলা।
যাগো কোনো কর্ম নাই
তাগো কাছে টাকা নাই,
যাগো কাছে টাকা নাই,
তাগো প্যাটে ভাত নাই।
যাগো কাছে টাকা বেশী
তারা থাকে হাসিখুশি,
যাগো পকেট খালি থাকে
সবাই তাগো দূরে রাখে।
যারা একটু বোকাসোকা
সবাই তাগো দেয় যে ধোঁকা,
যারা একটু চালাক বাঁদর
সবাই তাগো করে কদর।
যারা বেশী অভিমানী
তাগো জীবন পানি পানি,
যারা একটু জ্ঞানীগুণী
তাগো যে হয় সম্মানহানি।
কম বয়সের প্রেম পিরিতি
এই জামানার নিত্য সাথী,
নষ্ট পথে মাতামাতি
রূপের বদল রাতারাতি।
পিতামাতার খামখেয়ালি
পোলাপাইনের হাতে তালি,
ভুলের কারণ হালি হালি
ভবিষ্যতের মুখে কালি।
কত মাইনসে বন্ধু হয়
দুঃখ সুখের কথা কয়,
কেউবা করে অভিনয়
বন্ধু থাইকা শত্রু হয়।
সবাইতো ভাই স্বার্থ কানা
স্বার্থ ছাড়া কেউ চিনে না,
আসল ধর্ম কেউ মানে না
নীতিকথা কেউ শোনে না।
দেখবো কইয়া কেউ দেখে না
উপকারীর দাম রাখে না,
সুখের সময় কেউ ডাকে না
বিপদকালে কেউ থাকে না।
আমার যত গান-কবিতা
সবই তো ভাই বাস্তব কথা,
কারো কাছে লাগে ব্যথা
কারো কাছে লাগে তিতা।
যে যা খুশি বলে বলুক
যে যার মতো চলে চলুক,
উচিৎ কথায় জ্বলে জ্বলুক
জ্বইলা পুইড়া গলে গলুক।
অনেক কইছি মাইনসের কথা
শুধুশুধু মুখটা ব্যথা,
এইবার কমু নিজের কথা
জীবনযাত্রার বাস্তবতা।
জন্ম আমার নাটোর জেলা
মধ্যবিত্ত ঘরের পোলা,
পড়াশোনা ঢিলেঢালা
নাই যে তেমন ঝোঁক ঝামেলা।
চেহারাটা ভারী-ভারী
ফর্সা, লম্বা, মুখে দাড়ি,
পেটে আছে হালকা ভুড়ি
সখের খাবার চিড়ামুড়ি।
চাকরি কইরা রোজগার করি
ভাইবা চিন্তা খরচ করি,
নাই তো নিজের কোনো গাড়ি
আছে একটা ছোট্ট বাড়ি।
বয়সটা যে বাইড়া যায়
বিয়া সাদী করি নাই,
পাত্রী খোঁজার সময় নাই
আমি বড্ড নিরুপায়।
বিয়ার চিন্তায় অসহায়
কত মাইনসের বিয়া খাই,
আমার বিয়া কবে ভাই?
ভাগ্যের কাছে জবাব চাই।
ভাগ্য বলে শুনরে গাধা
আমগো সবার হাত-পা বাঁধা,
জীবন মানে গোলকধাঁধা
সর্ব জান্তা মালিক খোদা।
সঠিক পথে জীবন গইড়া
নিয়মিত নামাজ পইড়া,
সৃষ্টিকর্তায় করলে স্মরণ
মনের আশা হইবো পূরণ।