বাংলার বিরল বিদ্বান বালক
আশিকুজ্জামান আশিক,
সহজসরল রূপের ঝলক
স্বভাবে শান্ত, রশিক।
পড়াশোনায় অনিহা তার
ছোট্টোবেলা থেকেই,
মেধায় ছিলো মধ্যম সারির
পড়তো গোমড়া মুখেই।
পড়ার টেবিলে থাকতো সে
লাট সাহেবের বেশে,
লেপ কাঁথার উপর বসতো সে
বালিশে গা ঘেঁষে।
স্কুলজীবন শেষ করে সে
ছয় নয় ফলাফলে, (৬৯)
কলেজতেও ফলাফল তার
তিনে একে মেলে। (৩১)
তবুও সে নিজেকে খুব
বিদ্বান মনে করে,
উল্টাপাল্টা কাব্য লিখে
ফেসবুকেতে ছাড়ে।
কত মাইনসে কত কি বলে
শুনে দেখে হাসে,
কেউ কেউ আবার প্রশংসা করলে
লজ্জায় ঝেড়ে কাশে।