বামপাশে রাকিব মাঝখানে আশরাফুল
দুজন সমবয়সী,
অকালে ঝরে যায় কতশত ফুল
ঝরে না মুখের হাঁসি।
রাকিব ছেলেটা দুষ্টু স্বভাবী
আশরাফুলটা শান্ত,
দুজনের পরিবারই অভাবী
দুঃখের নেই যে অন্ত।
শত মানুষের কাছে হাত পেতে
রাকিবের কাটে দিনরাত,
দু'পায়ে হেটে জিনিস বিক্রিতে
আশরাফুলের জুটে ভাত।
এরা কাঁচা বয়সেই গেছে শিখে
জীবনের মানে যুদ্ধ,
প্রতিকূল পরিবেশের ধূলো মেখে
দুঃখ করেছে রুদ্ধ।