নুসুর আম্মুর ছিলো একটা
ছোট্ট সোনার সংসার,
হঠাৎ ঝড়ে তার জীবনে
নেমে আসে আঁধার।
নুসুর আম্মুর কাঁধে রেখে
নুসুর দায়িত্বভার,
খোদার ডাকে নুসুর বাবা
চলে যায় পরপার।
বাবা হারিয়ে নুসু হয়
দাদার বাড়িছাড়া,
নুসুর আম্মুকে হতে হয়
স্বামীর সংসার হারা।
অবশেষে নুসুর হয় ঠাঁই
নানা-নানির বাসায়,
সেখানেই নুসু বাঁধে ঘর
নতুন সুখের আশায়।
নুসুমণির কেটে যায় দিন
সাজুগুজু খেলায়,
মাঝেমধ্যে বায়নার ছলে
আম্মুটাকে জ্বালায়।
নুসুর আম্মুর যত দুঃচিন্তা
নুসুটাকেই ঘিরে,
দীর্ঘ পথ দিতে হবে পাড়ি
ধৈর্য ধারণ করে।
প্রার্থনা করি মনেপ্রাণে
নুসুমণির জন্য,
আম্মুকে নিয়ে ভালো থাকুক
জীবনটা হোক ধন্য।
আজ তারিখ ২৬শে এপ্রিল
আজকে নুসুর আম্মুর জন্মদিন।
শুভ জন্মদিন নুসুর আম্মু (আমার প্রিয় আপুমণি)।
দোয়া করি দীর্ঘজীবী হন।
সুস্থ থাকুন, ভালো থাকুন আর ধৈর্যশীল হন।