সোনার বাংলার সোনার সংসার পড়ে না যে চোখে আর,
প্রতিহিংসার অনলে সবই জ্বলে পুড়ে ছারখার।
গণতন্ত্র মরে গেছে বছর দশেক আগে,
স্বৈরতন্ত্র বুক ফুলিয়ে চলছে অগ্রভাগে।
দুর্নীতির প্রসার, অন্যায় অবিচার ঘটছে বারোমাস,
সত্য ঘুচাতে করানো হচ্ছে নতুন আইন পাস।
জাতির গৃহ অন্ধকার, বন্ধ আলোর দুয়ার,
মুখ খুললেই দমন পীড়ন হুমকি ধামকির জোয়ার।
এমন সংকটেও মুখ খুলছে তরুণ একজন ছাত্র,
স্বৈরতন্ত্রের ফাঁদে পড়ে হচ্ছে হাসির পাত্র।
তরুণ প্রজন্মের প্রেরণা সে, সাহসিকতার শুরু,
কারো কাছে সে নুরুল হক, কারো কাছে সে নুর নুরু।
নুরের মনে বিশ্বাস অটুট, মুক্তির নেশা চোখে-মুখে,
বারংবার নিপিড়নের পরেও দমানো যায়নি তাকে।
কখনো মনে আশা জাগে, কখনো লাগে ডর,
জানি না যে কবে থমকে যাবে নুরের গলার স্বর।