আজকের দিনে স্বাধীনতা মানে
পরাধীনতার সন্ধি,
কুচক্র কুনীতি সর্ব খানে
সততারা সব বন্দি।
আজকের দিনে স্বাধীনতা মানে
জালিমের উঁচু গলা,
ক্ষমতার দাপটে ভয় দেখিয়ে
বুক ফুলিয়ে চলা।
আজকের দিনে স্বাধীনতা মানে
সত্য বিকৃত করা,
আপন পক্ষের দোষ মার্জনা করে
বিরোধীপক্ষ ধরা।
আজকের দিনে স্বাধীনতা মানে
অন্যায় দেখে চুপ থাকা,
অপরের উদরে লাথি মেরে
আলিশান স্বপ্ন আঁকা।
আজকের দিনে স্বাধীনতা মানে
কালোটাকার বাহাদুরি,
ব্যক্তিগত রেষারেষির টানে
জনতার অধিকার চুরি।