আজকাল সময়মতো ভাঙেনা ঘুম
হয়না ফজর পড়া,
রাত্রি জাগিয়া বিনোদনের ধুম
ঘুমখানা হয় কড়া।
আগেকার মতন করিনা যতন
হিয়ার আবেগ দিয়া,
শত স্বার্থ করিয়াছি পতন
পাথর বক্ষে নিয়া।
আজকাল যায়না শোনা মোদের মুখে
সৎসাহসী বাণী,
বন্ধু-স্বজন লুকাইয়া রয় দুখে
হয়না জানাজানি।
ছোটোরা মানি না বড়োর মানা
করি হাসিঠাট্টা,
চক্ষু থাকিতেও চলনে কানা
বচনে ঠোঁট কাট্টা।
আজকাল প্রেম যৌনতার মুক্ত দর্শন
টিভি কিংবা ফোনে,
দিনের পর দিন বাড়িতেছে ধর্ষণ
দায়ী আপনজনে।
সন্তান পায়না উপযুক্ত শিক্ষা
শৈশব কৈশোরকালে,
মাতাপিতা করিতেছেন ভিক্ষা
ক্ষুধার মায়াজালে।
আজকাল ঘুষের বাজার চরম গরম
নিত্যদিনের পেশা,
জাতির কমিতেছে লজ্জাশরম
দুর্নীতি মূল নেশা।
ইঞ্জিনিয়ার ডাক্তার কিংবা সরকার
একই নীতির বাহক,
সেবার আগে টাকাপয়সার দরকার
মরে মরুক গ্রাহক।