চেষ্টা করলো নিজের দেশে
দেখাতে গানের খেল।
পাত্তার অভাবে ভিনদেশে
পাড়ি দিলো নোবেল।
দাদার দেশের ভালোবাসা
তাকে দিলো ছুঁয়ে।
বদলে গেলো মুখের ভাষা
সারেগামায় গিয়ে।
গাইলো ভালোই সুরেলা গান
চোখটা বন্ধ করে।
উঠলো জেগে জি বাংলার প্রাণ
টিআরপিকে ঘিরে।
আহা! বাহ্ নোবেল বাহ্! যারে এগিয়ে যা
তুইই পারবি করতে জয় সারেগামাপা।
রাতারাতি হয়ে গেলো
বিরাট সেলিব্রিটি।
লক্ষকোটি ভক্ত পেলো
লাইফ ফাটাফাটি।
সারেগামাপা শেষ হলো
হলোনা যে তার জয়।
নিজের দেশে ফিরে এলো
কাটিয়ে শত ভয়।
কিছুদিন পর পেলো প্রকাশ
নিজের গোপন দৃশ্য।
বিগড়ে গেলো গানের বিকাশ
বদলালো তার ভাষ্য।
গুরুজনদের ব্যঙ্গ করে
ফেসবুকে দিলো পোস্ট।
ভাইরাল হলো ব্যাপক হারে
নিজেরেই করলো রোস্ট।
যাদের গাওয়া গানে তুমি
গড়লে নিজের ভাগ্য।
তাদেরকেই করলে আসামি
বলে ফেললে অজ্ঞ।
নিরুপায় হয়ে বললো শেষে
করেছে সে তামাশা।
নতুন গানের পাগলা বিষে
হয়েছে তার আমাশা।
তাইতো তোমার করুণ দশা
কমে গেছে ভক্ত।
নিজের দোষেই ভাঙলে আশা
হয়ে গেলে তিক্ত।
সময় থাকতে পাল্টে যাও
নিজকে করো ভালো।
অতীত থেকে শিক্ষা নাও
জ্বালতে আশার আলো।