রহস্যময় এ জামানায়
ক্ষণিকের আয়ুষ্কাল।
দুখের মাঝে সুখ কামনায়
রাতের শেষে সকাল।
ছোট বড়ো শিক্ষা শেষে
দ্বিমুখী অভিজ্ঞতা।
নতুন নতুন ব্যাখ্যা আসে
ঘিরে ধরে অজ্ঞতা।
মানুষ চলে যে যার মত
নানান বন্ধনে।
দ্বন্দ্ব বিবাদ ক্ষত শত
স্বার্থের সন্ধানে।
সুসময়ে কত লোকসমাগম
দুখের দিনে খা খা।
অবহেলায় হৃদয় হয় যে জখম
দৃষ্টি অশ্রু মাখা।
চলার পথে বাধা হয়
আপন কিংবা পর।
লড়ার পরেই আসে জয়
পুরো জীবনভর।
যুগে যুগে উত্থান ঘটে
ঘাতক মহারোগের।
সত্যের সাথে গুজব রটে
হয়না শেষ দুর্ভোগের।
[বিঃ দ্রঃ
এই করোনায়
রোগীগুলো বড্ড অসহায়।
এই করোনায়
বেড়েছে মৃত্যুভয়।
খুব কাছের মানুষগুলোও হয়ে যাচ্ছে পর,
প্রাণভয়ে ছুটছে তারা ছাড়ছে বাড়িঘর।
তাই যেখানে মৃত্যভয়
সেখানে কেউ কারো নয়।]