দেহ মনের চাওয়া হলো প্রয়োজন,
প্রয়োজনের বাহক হলো প্রিয়জন।
পিতামাতায় প্রথম মেটাই প্রয়োজন,
পিতামাতায় প্রথমে হয় প্রিয়জন।
বয়সের সাথে বাড়তে থাকে প্রয়োজন,
প্রয়োজনেই যে বাড়তে থাকে প্রিয়জন।
ভালোবাসার সবার আছে প্রয়োজন,
ভালোবাসার টানেই আসে প্রিয়জন।
অর্থ সম্পদের সবার আছে প্রয়োজন,
অর্থ সম্পদের লোভেও বাড়ে প্রিয়জন।
হঠাৎ যখন হারিয়ে যায় প্রিয়জন,
ঠিক তখন মোদের থমকে যায় প্রয়োজন।
যখন হঠাৎ পালিয়ে যায় প্রিয়জন,
তখন আবার বাড়তে থাকে প্রয়োজন।
যখন মোদের ফুরিয়ে যায় প্রয়োজন,
তখন মোদের হারিয়ে যায় প্রিয়জন।