ভালোবাসার অভাবেই
ভালোবাসা জন্ম নেয়,
যেটার খুব প্রয়োজন।
যদি ভালোবাসা হয় মনের মতন,
তাহলে সেটা হয়ে যায় প্রিয়জন।
প্রিয়জনের প্রতি প্রিয়জনের ভালোবাসা,
প্রিয়জনের প্রতি প্রিয়জনের ভরসা,
প্রিয়জনের প্রতি প্রিয়জনের আশা,
এগুলোর সবটাই হলো প্রয়োজন।
প্রয়োজন কখনো রূপ নেয় আবেগে,
কখনো'বা রাগ রোগে অনুরাগে।
কখনো মান অভিমানে,
কখনো'বা প্রতিদানে।
এভাবেই সময়ের সাথে সাথে,
ভালোবাসাগুলো রূপ বদলায়।
ভালোবাসার বদলানো রূপটা যখন
ভালোবাসার মানুষগুলো গ্রহণ করতে পারে না,
তখন তা মন খারাপ কিংবা দুখের কারণ হয়ে দাঁড়ায়।
তাই হয়তো ভালোবাসার মানুষগুলোও ধীরেধীরে
বদলে যেতে শিখে যায়,
নতুনত্ব খুঁজে পায়।
একসময় হেরে যায়,
নয়তো হারিয়ে যায়।
তারপর বেলা যায়, দিন যায়, মাস যায়, বছর যায়,
কিন্তু ভালোবাসার মানুষটাকে ভোলা যায় না,
চাইলেও কেউ আর কাউকে কাছে পায় না।
তবু ফেলে আসা সেই অপ্রাপ্তির বিষাদে,
ভালোবাসার মানুষের জন্য মনটা কাঁদে।
মন বলে ভালোবাসা থাকুক বা না থাকুক,
ভালোবাসার মানুষটা যেন ভালো থাকুক।
আজকাল বিচ্ছেদ যেন নিত্যদিনের দুধভাত।
নিজের সুখের আশায়,
কিংবা বাজে নেশায়,
মানুষ একের হাত ছেড়ে ধরে অন্যের হাত।
একসময়ের প্রিয়জন,
হয়ে যায় অতীত প্রাক্তন।
তেমনি আমাদের সমাজ,
আর রাষ্ট্রব্যবস্থাও দিনে দিনে
হারাচ্ছে তার প্রয়োজন।
প্রশাসনের অসৎ কাজ,
আর রাষ্ট্রনায়কদের স্বার্থগুণে
চলছে মিছে আয়োজন।
তাই ফুরিয়ে যাচ্ছে প্রিয়জন ও প্রয়োজন।
আসলে সবাই-ই প্রয়োজনের লোভেই হয় প্রিয়জন,
আর প্রয়োজন ফুরালেই হতে চায় বা হয়ে যায় প্রাক্তন।
হয়তো এটাই জীবন।
কারো কাছে সুখের,
কারো কাছে সাধারণ।
কারো কাছে দুখের,
কারো কাছে অসাধারণ।
সত্যিই, কত রঙে রাঙা এই ভুবন,
কখনো উত্থান, কখনো'বা পতন।