রূপে আমার ঝিলিক মারে
দেহে মিষ্টি ঘ্রাণ।
নানান চোখে উকি মারে
জুড়ায় সবার প্রাণ।
যৌবন আমার রসে ভরা
মনের মাঝে দোলা।
রূপে গুণে আমিই সেরা
শরম ঢিলেঢালা।
গায়ছি গান মনে মনে
সাজছি মৃদু মৃদু।
দেখে দেখুক সর্বজনে
আমার রূপের যাদু।
*অভিজ্ঞতাঃ যাত্রীবাহী বাসের মধ্যে নিজের চোখে দেখা ১৫-২০ মিনিটের রুপচর্চা*
[বিঃদ্রঃ
যাত্রীবাহী বাস যদি হয় রূপচর্চার ঘর
সত্যিই সেটা অস্বাস্থ্যকর, খুব হাস্যকর]
প্রশ্নঃ
যাত্রীবাহী চলন্ত বাসে ত্বকে প্রসাধনীর চাষ!
এটা কি তাহলে রূপের রহস্য নাকি লাজের হ্রাস?
https://m.facebook.com/story.php?story_fbid=1535501389916003&id=100003684691410