মনের ভুলে লেগেছে ভালো
কতবার কতজনকে।
একের পর এক ভালোবাসার সাধ
কুড়ে খেয়েছে মনকে।
মনের ভুলে যে ভুলতে পারিনি
পরিচিত শতমুখ।
দিনের পর দিন খুঁজে বেড়িয়েছি
হারানো সহস্র সুখ।
মনের ভুলে বহুবার হেরেছি
করেছি অপচয়।
প্রতিকূলতায় যুদ্ধ করেছি
ভয়কে করেছি জয়।
মনের ভুলে হারিয়ে গেছি
হয়েছি যে বিচ্ছিন্ন।
নিজের জন্য বেশী ভেবেছি
হতে চেয়েছি ভিন্ন।
মনের ভুলে মিথ্যে বলেছি
করেছি যে অপরাধ।
চোর পুলিশ হবার ভান ধরেছি
মিটিয়েছি আপন সাধ।
মনের ভুলে যে খুশিতে কেঁদেছি
হেসেছি বেদনায়।
স্বপ্ন জমিয়ে সাধের ঘর বেঁধেছি
ফেঁসেছি সাধনায়।