ওগো রমজান
তোমায় লাখো সালাম।
ওগো রমজান
তোমায় কোটি সালাম।
তোমার প্রথম দশে
দয়া পেলাম।
তোমার মধ্যদশে
ক্ষমা পেলাম।
তোমার শেষের দশে
মুক্তি পেলাম।
করলাম খোদার গুণগান।
ওগো রমজান
তোমায় লাখো সালাম।
ওগো রমজান
তোমায় কোটি সালাম।
---------------------------------
তোমার ছোঁয়ায়
ছাড়লাম আহার, পান।
তোমার ছোঁয়ায়
ছাড়লাম মাদক, ধুমপান।
তোমার ছোঁয়ায়
ছাড়লাম আড্ডা, গান।
ছাড়লাম কফি, চা, পান।
ওগো রমজান
তোমায় লাখো সম্মান।
ওগো রমজান
তোমায় কোটি সম্মান।
---------------------------------
তোমার ছোঁয়ায়
মোরা শালীন হলাম।
তোমায় ছোঁয়ায়
অসৎ সঙ্গ ছাড়লাম।
তোমার ছোঁয়ায়
ত্রাণ, যাকাত দিলাম।
ধরলাম নামাজ, কালাম।
ওগো রমজান
তোমায় লাখো সালাম।
ওগো রমজান
তোমায় কোটি সালাম।
---------------------------------
তোমার ছোঁয়ায়
ভালো শিক্ষা নিলাম।
তোমার ছোঁয়ায়
হাজার সওয়াব পেলাম।
তোমার ছোঁয়ায়
স্রষ্টার ভক্ত হলাম।
হলাম প্রিয় গোলাম।
ওগো রমজান
তোমায় লাখো সালাম।
ওগো রমজান
তোমায় কোটি সালাম।
ওগো রমজান
তোমায় লাখো সম্মান।
ওগো রমজান
তোমায় কোটি সম্মান।