সোহেল ভাই মানুষটা ভালো
টাঙ্গাইলে বাড়ি,
পেট যেন তার রসের হাঁড়ি
মুখে পাতলা দাঁড়ি।
নিত্য নিবাস ঢাকা শহর
চলন সাদাসিধে,
চাকরি করেন হাসপাতালে
হিসাবরক্ষক পদে।
চাকরি-বাকরির পাশাপাশি
আছে মেসের ব্যবসা,
টাকা পয়সা অঢেল তবু
জীবনটা তার ঝাপসা।
মেসের তিনি ব্যবস্থাপক
মেয়াদ আজীবন,
ধৈর্যের সহিত খুশি রাখেন
মেসবাসিদের মন।
বাজার-সদাই বেশি দেখলে
মুখটা করেন বেজার,
নিজের কথার দাম না পেলে
যুক্তি দেখান হাজার।
যুক্তিতর্কে হেরে গেলে
রেগেমেগে বলেন,
"ভালো লাগলে থাকেন,
ভালো না লাগলে যান চলে।"
মেজাজ আবার শান্ত হলে
দুঃখ প্রকাশ করেন,
সম্মান দিয়ে ডাকেন,
আর সব রাগগুলো যান ভুলে।