(আমি)
আমার কাছে ভালোবাসা মানে
মনে মনের টান।
আদর, স্নেহ, যত্নে গড়া মায়া অফুরান।

(ভবিষ্যৎ সহধর্মিণী)
আমার কাছে ভালোবাসা মানে
প্রসাধনী আর গয়না।
খাওয়াদাওয়া, রূপচর্চা, নানান রকম বায়না।

(আমি)
আমার কাছে ভালোবাসা মানে
গুনগুনিয়ে গাওয়া গান।
একটু হাসি, একটু ঝগড়া, একটু অভিমান।

(ভবিষ্যৎ সহধর্মিণী)
আমার কাছে ভালোবাসা মানে
অল্প খুশিতে কান্না।
গোমড়া মুখে, কুমড়া দিয়ে, ইলিশ মাছ রান্না।

(আমি)
আমার কাছে ভালোবাসা মানে
পাবলিক পার্কে ঘোরা।
চলতে চলতে, মাঝে মাঝে, হাতে হাত ধরা।

(ভবিষ্যৎ সহধর্মিণী)
আমার কাছে ভালোবাসা মানে
প্রায়ই শপিং করা।
চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রকাশ্যে পকেট মারা।

(আমি)
আমার কাছে ভালোবাসা মানে
হাতে হাত রাখা।
কাছে টেনে, সরল মনে, দুজন দুজনকে দেখা।

(ভবিষ্যৎ সহধর্মিণী)
আমার কাছে ভালোবাসা মানে
কারণে অকারণে বকা।
বন্ধু হয়ে, শত্রুর বেশে, পাশাপাশি থাকা।