যে অনুভুতিতে থাকেনা কোনো অসৎ লালসা
আমার চোখে সে অনুভুতিটাই হলো ভালোবাসা।

যে কল্পনায় থাকেনা কোনো হিংস্র প্রাণঘাতী নেশা
আমার চোখে সে কল্পনাটাই মূলত ভালোবাসা।

যে কামনায় থাকেনা কোনো ভীতিকর আশা
আমার চোখে সে কামনার উৎসই ভালোবাসা।

যে গল্পের মাঝে থাকেনা কোনো মিথ্যে ভাষা
আমার চোখে সে গল্পের সারমর্মই ভালোবাসা।

যে প্রতিজ্ঞায় থাকেনা কোনো মিছে তামাশা
আমার চোখে সে প্রতিজ্ঞার সূত্রই ভালোবাসা।

যে সম্পর্কে থাকেনা কোনো অবাধ মেলামেশা
আমার চোখে সে সম্পর্কের বাঁধনই ভালোবাসা।

মাঝেমাঝে স্বল্প সুখেই কান্নামুখে হাসা
রাগ অভিমান বুকে চেপে পাশে এসে বসা
আমার চোখে এটাই প্রকৃত প্রেম এটাই ভালোবাসা।