যাচ্ছে যতো দিন
বাড়ছে ততো ঋণ
যাচ্ছে যতো দিন
বাড়ছে ততো ঋণ,
খোদা তোমার দরবারে
খোদা তোমার দরবারে।
তবু কেন বিভোর থাকি
অসৎ দরকারে
খোদা
তবু মোরা বিভোর থাকি
অসৎ কারবারে।
সোজা পথে বাঁকা চলি
করি বাজে নেশা,
যখন খুশি মিথ্যে বলি
মিথ্যে বলাই পেশা।
মানুষ হয়ে মানুষ মারি
দেই না কাউরে ছাড়,
স্বার্থ লোভে আপন ছাড়ি
ঘর করে ছারখার।
কতশত পাপের বোঝা
কতশত পাপের বোঝা
গড়ছি প্রতিদিন,
জানি না পারবো কি না
মুছতে পাপের ঋণ
খোদা
জানি না পারবো কি না
ঘুচতে তোমার ঋণ।