ছোট থেকে হলাম বড়ো
দেখলাম কত কিছু,
তবু তো হইলো না শিক্ষা
ভুল ছাড়লো না পিছু।

একের পর এক দুর্ঘটনায়
মনে জমছে ভয়,
জানি না কোন ভুলের ফাঁদে
জীবন হচ্ছে ক্ষয়।

ভালো-মন্দে লাগাই দ্বন্দ্ব
খুঁতখুঁতে সাজ স্বভাব,
নিজের জ্ঞানে নিজেই অন্ধ
না জানি কোন অভাব।

চেষ্টা করি ভালো থাকতে
নিজের মত করে,
ভাবি না কে থাকবে পাশে
কে বা যাবে সরে।

সকল কথার অন্তিম কথা
জীবনযুদ্ধ একার,
জীবন গড়তে আছে বাকি
অনেক কিছু শেখার।