গল্প মানে
জীবনের খণ্ডিত কিছু অংশ,
সজ্জিত কল্পকাহিনি, গচ্ছিত সব কথা।

জীবন মানে
শত গল্পের শুরু থেকে ধ্বংস,
দুঃখ-সুখের এক তটিনী, হাসি-কান্নায় গাঁথা।

তাই কারো সফলতার গল্প শুনে
নিজেকে ব্যর্থ ভেবে হবেন না কভু বিভ্রান্ত,
আস্থা রাখতে শিখুন নিজ কর্ম গুণে
ইনশাআল্লাহ খুঁজে পাবেন সফলতার দ্বারপ্রান্ত।

কারো ব্যর্থতার গল্প শুনে
করবেন না কভু হেয়,
বাস্তবতাকে নিয়ে মেনে
থাকুন সর্বত্র প্রিয়।

আসলে আমরা সবাই-ই
নিজ নিজ কর্ম গুণেই বিফল
নিজ নিজ কর্ম গুণেই সফল।

আসুন সবাই উত্তম দিগন্ত ধরি
না করি কভু হায় হায়,
জীবনের প্রতিটা মুহূর্তে করি
স্রষ্টার শুকরিয়া আদায়।