জীবন কখনো সহজ মনে হয়,
জীবন কখনো মনে হয় কঠিন।
কখনো কখনো হাসিঠাট্টায়,
কখনো'বা দুশ্চিন্তায় কাটে দিন।
আমরা চলছি আমাদের মতো,
আর সময়ও বেগবান দ্রুত।
সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে,
জীবন হয়ে যায় গত।
কিন্তু, সময় নির্ভয়ে যায় এগিয়ে,
সময়ের হয় না ক্ষত।
হ্যাঁ, এটাই আমাদের ইহকালীন ছোট্ট জীবন,
কখনো সুখের জোয়ার, কখনো দুখের প্লাবন।