মাগফিরাতের দশক শেষে
এলো নাজাতের প্রহর।
প্রিয় মাসের বিদায় রেষে
কম্পিত মানব শহর।
জানিনা মোরা পারছি কি না
স্রষ্টার মনকে ভোলাতে।
প্রিয় মাসের সমগ্র মানা
মেনে জীবন চালাতে।
দিনে দিনে যে বাড়ছে দুরত্ব
মানুষ মানুষের সাথে।
চতুর্দিকে ক্ষমতার বীরত্ব
বদলাচ্ছে হাতে হাতে।
বিশ্ববাসী আজ মুখোশ পরছে
করোনা থেকে বাঁচতে।
তবুও যে লাখো প্রাণ ঝরছে
পারছেনাতো কেউ ঘুচতে।
আমজনতাদের মন ভালো নেই
ভেঙে গেছে মেরুদণ্ড।
বিত্তশালী সব নেতারা সেই
হয়েছে বড্ড পাষণ্ড।
অন্তরে ময়লা বাইরে সেরা
তালে তালে সহমত।
লোভের মোহে ভুলে যায় মোরা
স্রষ্টার শত নেয়ামত।
ভালো মন্দ দুটো গুণেই
দক্ষ মোরা মানব।
ভালো ছেড়ে মন্দ জ্ঞানেই
হয়েছি আজ দানব।
হয়তো এভাবেই চলবে সময়
ফুরাবে সব আলো।
হ্রাস পাবে সমস্ত লজ্জা ভয়
থাকবো না কেউ ভালো।
তবে,
যেদিন হবে স্রষ্টাভীতির
পরিপূর্ণ বিলুপ্তি।
সেদিন হবে সৃষ্টিগতির
ধ্বংস তথা সমাপ্তি।