আইন মানে নিয়মনীতি
মাননীয় বিধি,
শৃঙ্খলিত জীবন গতি
সত্যের প্রতিনিধি।
দেশ সমাজে দশের গড়া
আইন থাকে জারি,
কোথাও সরল কোথাও কড়া
শর্ত সারি সারি।
স্রষ্টার আইন শ্রেষ্ঠ আইন
ধর্মে লিপিবদ্ধ,
নিখুঁত সেথার প্রত্যেক লাইন
পূর্ণ পরিশুদ্ধ।
বিবেক শেখায় আইনী বাণী
অঙ্গ দেয় না সাড়া,
বিবেক অঙ্গের হানাহানি
আইন ছন্নছাড়া।
আইন আছে শত শত
আছে সবার জানা,
জেনে শুনেও মুণ্ডু নত
আইন হয় না মানা।
ভালোমন্দ বিচার করে
আইনের হয় প্রয়োগ,
ঠিক বা ভুলের মাত্রা ধরে
মানদণ্ডের যোগবিয়োগ।
আইন বুকে আঘাত হানলে
আইন হয় না গন্য,
সুষ্ঠুভাবে আইন মানলে
জীবনযাত্রা ধন্য।