স্বার্থান্বেষী এই দুনিয়ায়
চলে স্বার্থের বড়াই,
স্বার্থের মধু শোষণ করেই
টিকে থাকার লড়াই।
কারো কাছে অর্থই স্বার্থ
কারো কাছে জমি।
স্বার্থের কাছে মানুষ ব্যর্থ
স্বার্থই বেশি দামী।
স্বার্থের লোভে মনের মাঝে
মান অভিমান পুষি।
স্বার্থের বুকে আঘাত পেলে
চরম রেষারেষি।
স্বার্থের চাকর সবাই মোরা
স্বার্থই গলার মালা।
স্বার্থের ফাঁকি যায়না ধরা
স্বার্থ ঘোরেই চলা।
বিনা স্বার্থে বসে না মন
কোনো কর্ম কাজে।
চিনি না পর কিংবা আপন
স্বার্থচিন্তার মাঝে।
স্বার্থসিদ্ধি হলে পরে
মেজাজ থাকে বেশ।
স্বার্থের কাছে গেলে হেরে
জ্বলেপুড়ে শেষ।
স্বার্থ যদি মানুষ হতো
মানুষ হতো স্বার্থ।
স্বার্থ স্বার্থের কোদাল হতো
মানুষ হতো গর্ত।