স্বাধীনতা হলো প্রকৃতির দোয়া
আপন করে পাওয়া।
ভালোবাসার ছোঁয়া, বিমুক্ত হিয়া
নির্ভীক স্বরে গাওয়া।
স্বাধীনতা হলো একা পথচলা
শক্ত পায়ে দাড়ানো।
ভীরুমুখে তালা, স্পষ্ট বলা
লুকানো ভয় তাড়ানো।
স্বাধীনতা হলো বক্ষের দম
প্রেরণার উচ্ছ্বাস।
কুনজরের ভ্রম, কুপথের জম
দুঃশাসনের নাশ।
স্বাধীনতা হলো সুবিচার
গণতন্ত্রের ধারা।
নীতিমালার প্রসার, শিষ্টাচার
উন্নয়নের শিরা।
স্বাধীনতা হলো প্রাণের শক্তি
বন্দিদশার মুক্তি।
সতাদর্শের উক্তি, শান্তির চুক্তি
নিরব স্বীকারোক্তি।
স্বাধীনতা সেই মার্চের ছাব্বিশ
মুক্তিযুদ্ধের আলো।
নয়মাসের মাথায় বিজয়ের শিস
ডিসেম্বরের ষোলো।