দুনিয়া থেকে মহাদেশ
মহাদেশ থেকে দেশ,
দেশ থেকে মানবসমাজে
অসংগতির নেই শেষ।
ধর্মকর্মে অসংগতি
আকৃতিতে মিল,
রূপ বিচারে হাসির পাত্র
গুণে শ্রদ্ধাশীল।
সমাজতন্ত্রে অসংগতি
স্বার্থমুখী লক্ষ্য,
নিম্নশ্রেণী থাকে মুর্খ
উচ্চশ্রেণী দক্ষ।
পরিবারে অসংগতি
ছেলেমেয়ে নিয়ে,
ছেলের ক্ষেত্রে হাজার স্বপ্ন
মেয়ের ক্ষেত্রে বিয়ে।
মানুষ মানুষে অসংগতি
ধনসম্পদের লোভে,
মানুষ চায় মানুষের ক্ষতি
রাগে কিংবা ক্ষোভে।
দেহ-মনে অসংগতি
যৌবন মায়াজালে,
দেহ-মন বন্ধু হয়ে যায়
বৃদ্ধ জীবনকালে।
চারিদিকে অসংগতি
রন্ধ্রে রন্ধ্রে মিশে,
অসংগতিই রূপান্তর হয়
ঘাতক মরণ বিষে।