আজকে আর নয় নীতিকথা
নয় কোনো দুখের কাহিনী।
বলবো আজ যদিতে গাঁথা
প্রেম ও ভালোবাসার বাণী।

যদি হলো কল্পনার ফেরি
ইচ্ছেশক্তির তরী।
তাহলে আর না করি দেরি
ঝটপট শুরু করি।

তুমি যদি লাউ হও
আমি হবো কদু।
তোমার চোখে চোখ মেরে
দেখাবো প্রেমের যাদু।

তুমি যদি নদী হও
আমি হবো ঢেউ।
তোমার আমার ভালোবাসা
জানবে না তো কেউ।

তুমি যদি নৌকা হও
আমি ধানের শীষ।
তুমি আমায় ছ্যাঁকা দিলে
খাবো ভেজাল বিষ।

তুমি যদি খাল হও
আমি হবো বিল।
তোমায় নিয়ে ঘুরতে যাবো
ঢাকা হাতিরঝিল।

তুমি যদি আম হও
আমি হবো আটি।
তোমার হাতে হাত রেখে
করবো হাটাহাটি।

তুমি যদি মৌ হও
আমি হবো মাছি।
দুজন মিলে করবো বিয়ে
থাকবো কাছাকাছি।

তুমি যদি পান হও
আমি হবো চুন।
তোমায় নিয়ে বিদেশ গিয়ে
করবো হানিমুন।

তুমি যদি গাছ হও
আমি হবো ডাল।
তোমার আমার সোনার সংসার
থাকবে চিরকাল।