আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষ মানুষকে আপন করে নেয়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষ সততায় নিজকে সপে দেয়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষ নিজের ভুল স্বীকার করে নেয়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষ ভুল শুধরে সামনে পাড়ি দেয়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের মনেতে হিংস্রতা নাই।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষ নতুনত্বের স্বপ্ন দেখায়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের কথায় মিথ্যেরা লজ্জায় মুখ লুকায়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের স্মৃতিরা বেশী বেশী দোয়া পায়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের অভাব নিরবে অশ্রু ঝরায়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের গল্প অনুপ্রেরণা জোগায়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের জীবনে শত্রু নাই।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষ সবার ভালোবাসা পায়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের বিশ্বাস নিয়মিত প্রার্থনায়।
আমি সেই মানুষ হতে চাই,
যে মানুষের ধ্যান পরকালীন সার্থকতায়।