ভালোবাসি আমাকে,
ভালোবাসি গর্ভধারিণী ধৈর্যের রাণী মাকে,
ভালোবাসি সৎসাহসী ওপার বাসী বাবাকে।
ভালোবাসি পরিবারকে,
ভালোবাসি শিক্ষাদাতা সকল ম্যাডাম ও স্যারকে,
ভালোবাসি শান্তির লক্ষ্যে স্বেচ্ছায় গৃহীত হারকে।
ভালোবাসি কাজকে,
ভালোবাসি হালকা রাগান্বিত কপালের ভাজকে,
ভালোবাসি মৃদু প্রশংসায় প্রস্ফুটিত লাজকে।
ভালোবাসি অভিমানকে,
ভালোবাসি প্রেম-ভালোবাসা ও বিরহের গানকে,
ভালোবাসি বন্ধনের মায়া জাগানিয়া টানকে।
ভালোবাসি সততাকে,
ভালোবাসি আপন দোষে অর্জিত ব্যর্থতাকে,
ভালোবাসি পরিশ্রম ও ধৈর্যের স্বার্থকতাকে।
ভালোবাসি ব্যস্ততাকে,
ভালোবাসি ব্যস্ততার আড়ালে নিরবতাকে,
ভালোবাসি শত বাধার মুখে সরলতাকে।
ভালোবাসি টাকাকে,
ভালোবাসি দালানকোঠায় সুসজ্জিত ঢাকাকে,
ভালোবাসি জীবনযুদ্ধে ক্ষয়ে যাওয়া হাত-পাকে।
ভালোবাসি শীতলতাকে,
ভালোবাসি শীতের রাতের রুটি কিংবা পিঠাকে,
ভালোবাসি রাস্তার ধারের টঙের দোকানের চা-কে।
ভালোবাসি উষ্ণতাকে,
ভালোবাসি গ্রীষ্মের পাকা ফলমূল লতাপাতাকে,
ভালোবাসি ষড়ঋতুর অপার বিচিত্র্যতাকে।
ভালোবাসি কবিতাকে,
ভালোবাসি মনের না বলা সহস্র কথাকে,
ভালোবাসি ভুলে ভরা অতীত স্মৃতির পাতাকে।