আমি সেই দেশে বাস করি
যে দেশটা করোনার চেয়েও বেশী শক্তিশালী,
আমি সেই দেশে বাস করি
যেখানে সমালোচনার প্রাপ্তি গালাগালি।
আমি সেই দেশে বাস করি
যে দেশ তেলবাজদের জন্য নিরাপদ ঘাঁটি,
আমি সেই দেশে বাস করি
যেখানে দুর্নীতির বাজার ফাটাফাটি।
আমি সেই দেশে বাস করি
যে দেশটা স্বাধীনতার চেতনায় পরাধীন,
আমি সেই দেশে বাস করি
যেখানে উন্নয়ন মানেই কোটি টাকার ঋণ।
আমি সেই দেশে বাস করি
যে দেশে রডের চেয়ে বাঁশে আস্থা বেশী,
আমি সেই দেশে বাস করি
যেখানে রাজনীতি মানেই ক্ষোভ রেষারেষি।
আমি সেই দেশে বাস করি
যে দেশে সততার ফল অপমান উপহাস,
আমি সেই দেশে বাস করি
যেখানে পরীক্ষা মানেই প্রশ্নপত্র ফাঁস।
আমি সেই দেশে বাস করি
যে দেশে আধিপত্যের লোভে টানাটানি,
আমি সেই দেশে বাস করি
যেখানে মামলা মানেই বারোমাস হয়রানি।
আমি সেই দেশে বাস করি
যে দেশে ফেঁসে যায় নিরপরাধী, বেঁচে যায় খুনি,
আমি সেই দেশে বাস করি
যেখানে দীর্ঘশ্বাস মানেই পিলখানা, সাগর-রুনি।