আমি সেই দিনের স্বপ্ন দেখি,
যেদিন হাসিনাখালেদারা সব এক টেবিলে ভাত খাবে,
অতীত ভুলে বর্তমানকে কাছে টেনে সামনে এগোবে।
আমি সেই দিনের স্বপ্ন দেখি,
যেদিন বাংলার জমিনে তারেকজয়েরা বুক মেলাবে,
আধুনিকতার ছোঁয়ায় তরুণদেরকে স্বপ্ন দেখাবে।
আমি সেই দিনের স্বপ্ন দেখি,
যেদিন প্রতিহিংসার রাজনীতি বাংলা থেকে পালাবে,
আইনের সঠিক প্রয়োগ সবার মনেতে আশা জাগাবে।
আমি সেই দিনের স্বপ্ন দেখি,
যেদিন সততা-আন্তরিকতা সবার মূলনীতি হবে,
সভ্য চেতনায় বাংলার রূপ তার সজীবতা ফিরে পাবে।
আমি সেই দিনের স্বপ্ন দেখি,
যেদিন পুলিশ প্রশাসন জনতার বন্ধু হবে,
বিপদআপদে সবাই সবার পাশে দাঁড়াবে।
আমি সেই দিনের স্বপ্ন দেখি,
যেদিন মুজিবজিয়ার সৈনিকরা সবাই এক হবে,
গণতান্ত্রিক ধারার একই ছায়াতলে রবে।
আমি সেই দিনের স্বপ্ন দেখি
যেদিন বাংলার সব নিম্নবিত্তের অভাব দূর হবে,
বাংলার সব মধ্যবিত্তের দুশ্চিন্তা মুছে যাবে,
আর সব উচ্চবিত্তের অহংকারের পতন হবে।