যাকে পাবার আশায়
জাতি আজ অতিষ্ঠ।
যার গভীর নেশায়
জগৎ আজ পথভ্রষ্ট।
সে আর কেউ নয়
সে হলো এই আমি।
আমি সুখ
ডাকনাম আনন্দ।
আমি কলহ
নিত্যদিনের দ্বন্দ্ব।
আমি মুর্খ
চিরন্তন অন্ধ।
আমিই বেহায়া
উন্মাদনার ছন্দ।
আমার মাতা হতাশা
পিতা কষ্ট।
তাদের একমাত্র
অবাধ্য সন্তান আমি।
আমি নষ্ট আমি নষ্ট আমি নষ্ট।
নষ্ট হয়েও
আজ আমি সবচেয়ে দামী।
সত্যিই আমি ধন্য
ধন্য জগৎ-ভুমি।