শত সুখের ভীড়ে আমার সুখেরা
না হয় থাকুক পড়ে।
তবু আমার নীড়ে আমার দুখেরা
না হয় পড়ুক ঝরে।
শত স্বপ্নের ভীড়ে আমার স্বপ্নেরা
না হয় থাকুক থেমে।
তবু আমার নীড়ে আমার লোভেরা
না হয় আসুক নেমে।
শত ত্যাগের ভীড়ে আমার ত্যাগেরা
না হয় না দিক দেখা।
তবু আমার নীড়ে আমার শোকেরা
না হয় বাঁচুক একা।
শত সত্যের ভীড়ে আমার সত্যেরা
না হয় করুক দ্বন্দ্ব।
তবু আমার নীড়ে আমার মিথ্যেরা
না হয় থাকুক বন্ধ।
শত লেখার ভীড়ে আমার লেখারা
না হয় না হোক ছাপা।
তবু আমার নীড়ে আমার কথারা
না হয় থাকুক চাপা।