নতুন দিনে নতুন ক্ষণে
নতুনত্বের সন্ধানে।
বর্ষবরণ নেশা মনে
বাঙালির শিল্প গানে।
বর্ষের পরে বর্ষ আসে
আসেনা শুভবর্ষ।
স্বপ্নের পিঠে স্বপ্ন ভাসে
ভাসেনা দীপ্ত হর্ষ।
আছে শিল্পী আছে শিল্প
আছে অঢেল রতন।
বিলুপ্তপ্রায় মুক্তির গল্প
মনুষ্যত্বের কথন।
গ্রীষ্ম আসে ছুটে ছুটে
কালবৈশাখীর কোলে।
বন্দি বিবেক গর্জে ওঠে
নববর্ষের ছলে।
দোয়াপ্রার্থী স্রষ্টার তরে
বর্ষটা হোক শুভ।
শান্তি আসুক সবার ঘরে
সুখগুলো হোক ধ্রুব।