স্কুল মানে প্রাণের আঙিনা
শিক্ষার প্রথম আলো,
হাই স্কুল মানে বুঝতে শেখা
নিজের মন্দ ভালো।
আমার শুরুটা ব্র্যাক স্কুলে
মাটিতে বিছানো চটে,
টেবিলে বেঞ্চে বসতে শেখা
সেই হাই স্কুলেতেই উঠে।
হাই স্কুলের সেই দিনগুলি
ছিলো যে সর্বসেরা,
কত কথা কত স্মৃতি
কত যে মায়ায় ঘেরা।
সাদা নীলের স্কুল ড্রেসে
কাটতো যে সারা দিন,
মনের মাঝে জাগতো শত
ইচ্ছেরা সীমাহীন।
শেষের ক্লাসের পরে যখন
বাজতো ছুটির ঘণ্টা,
বাড়ি ফিরতে ব্যাকুল হয়ে
নাচতো পাগল মনটা।
হাই স্কুলের শুরুর দিকে
ছিলাম যে বোকাসোকা,
ভুলের পরে ভুল করতাম
খেতাম যে কত বকা।
হাই স্কুলের দিনগুলিতে
করেছি ছেলেখেলা,
হাতাহাতি মারামারি
চলতো যে সারাবেলা।
ক্লাসের মাঝে দুষ্টুমি করলে
স্যাররা করতেন শাসন,
জ্ঞানীগুণী কথা শুনিয়ে
দিতেন বিশাল ভাষণ।
স্যারদের দেয়া পড়া না পারলে
স্যাররা করতেন আড়ি,
রেগে গেলে হাতে পিঠে
দিতেন বেতের বাড়ি।
বন্ধুবান্ধব সবাই মিলে
কত যে হতো আড্ডা,
সুযোগ পেলেই স্যারদের নিয়ে
হাঁসি তামাশা ঠাট্টা।
প্রেম পিরিতি বুঝতে শেখা
হাই স্কুল জীবন থেকেই,
ক্লাসের মাঝেই প্রেমের আলাপ
হতো যে চোখেচোখেই।
হাই স্কুলের সেই বারান্দাতে
দৌড় দিয়েছি কত,
টয়লেটের দেয়ালে দেখেছি
ইতিহাস শতশত।
স্কুল ফাঁকি দেবার স্বভাব
ছিলো যে অনেকেরই,
স্কুল শেষে বাড়ি ফিরতেও
হতো যে অনেক দেরী।
সারাটা মাস স্কুল শেষে
বইটা হতো না ধরা,
পরীক্ষার রুটিন হাতে পেলেই
রাত জেগে হতো পড়া।
পরীক্ষার খাতায় লিখতে লিখতে
কলমটা যেতো থেমে,
মুখস্থ পড়া ভুলে গিয়ে
টেনশনে যেতাম ঘেমে।
সামনে পিছে ডেকে ডেকে
পেতাম না সাড়া কারও,
লিখে যেতাম বানিয়ে বানিয়ে
নিতাম এক্সট্রা পেজ আরও।
বন্ধুবান্ধব করতো নকল
দেখতাম চুপিচুপি,
নকল করে পড়লে ধরা
ভয়েই কাঁপা-কাঁপি।
পরীক্ষা শেষে রেজাল্ট পেয়ে
হতো যে খারাপ মনটা,
বাড়ির লোকে কথা শুনাতো
হতো যে ভারী কানটা।
স্যাররা আবার দেখাতো এসে
পরীক্ষার সেই বাসি খাতা,
ইচ্ছেমতো করতো অপমান
শুরু হতো মাথাব্যথা।
তারপর আবার চলে যেতো দিন
খামখেয়ালীপনায়,
পড়ার প্রহরে থাকতাম পড়ে
টিভির ঘরের কোণায়।
সকালবেলায় থাকতাম শুয়ে
ঘুম পাড়ার ভান ধরে,
স্কুল টাইমের আগে উঠে
ছুটতাম জোরেশোরে।
মনে পড়ে সেই দৃশ্যপট
যেগুলো ছিলো নিরেট,
সারিবদ্ধ সেই এসেম্বলি
সজ্জিত পিটি-প্যারেড।
বৈশাখ মাসে প্রতিবছর
হতো বৈশাখী মেলা,
হতো যে মজার অনুষ্ঠান
আর নানান খেলাধুলা।
হাই স্কুলের মুহুর্তগুলো
মনে পড়ে যায় যখন,
হঠাৎ করেই চোখদুটো যেন
ভারী হয়ে যায় তখন।
১১তে হারিয়েছি আমার
হাই স্কুলের জীবন,
সেই থেকেই বিচ্ছিন্ন আমি
ভিন্ন আমার ভুবন।
মানুষ হবার উপায় শিখেছি
হাই স্কুলেরই ঘরে,
তাইতো আজও এই মনটা কাঁদে
যতই থাকি না দূরে।
আজও ইচ্ছে হয় ফিরে যেতে
হাই স্কুলের সেই মাঠে,
এক দৌড়ে গিয়ে বাজার করতে
কদমতলার ঐ হাটে।