ব্যস্ত এ নগরে
সীমিত আকারে
চলছে মানব যুদ্ধ।
করোনার ঘোরে
জীবিকার জেরে
শ্বাস যে প্রায় রুদ্ধ।
বহুমুখী সংকটে
নিরুপায় হয়ে যাচ্ছে ছুটে
যাত্রীরা বা পথচারী।
সংশয়ে সময় কাটে
না জানি কখন বিপদ ঘটে
এসেছে যে মহামারী।
অজানা এই ঘাতক রোগে
থামছে না মৃত্যুর হার।
বিশ্ব আজ চরম দুর্ভোগে
বাড়ছে ব্যর্থতার ভার।
নেই যে কোনো প্রতিকার
সচেতনতা বিনা।
যুদ্ধটা সুস্থ থাকার
রুখতে করোনার হানা।
কেউ মানি কেউ'বা যে মানি না
সঠিক নির্দেশনা।
কিছু কথা শুনেও শুনি না
দেখেও সাজি কানা।
টিকে থাকার এ মহাযুদ্ধে
সচেতনতায় উত্তম মলম।
চোখের দেখা অনেকের মধ্যে
বীরযোদ্ধা ভাই জাহাঙ্গীর আলম।